৩ জুলাই অর্থাৎ আজ থেকে দাম বাড়ল Jio পরিষেবার। বুধবার থেকে জিওর প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গেল।

Jio Service: দাম বাড়ল Jio-র সব প্ল্যানের, এবার থেকে 5G পরিষেবা পেতে ঢালতে হবে অনেক টাকা

News Technology
Share this news

৩ জুলাই অর্থাৎ আজ থেকে দাম বাড়ল Jio পরিষেবার। বুধবার থেকে জিওর প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গেল। কোনও কোনও রিচার্জ প্ল্যানের দাম ১২.৫% বেড়েছে তো আবার কিছু রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে ২৫ শতাংশ। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি এবার আনলিমিটেড 5G ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ম (Jio 5G New Rule) জারি করা হলো।

যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী এবার 5G ব্যবহার করতে হলে প্রচুর টাকা ঢালতে হবে।জিও গ্রাহকদের কাছে 5G হ্যান্ডসেট থাকলেও সবাই কিন্তু আর আনলিমিটেড 5G পরিষেবা উপভোগ করতে পারবেন না। এবার যদি গ্রাহকরা 5G পরিষেবা পেতে চান তাহলে তাদের অনেকটাই বেশি খরচ করতে হবে।

5G পরিষেবা চালু হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত জিও আলাদা করে কোন প্ল্যান লঞ্চ না করে গ্রাহকদের একপ্রকার 4G রিচার্জ প্ল্যানের সঙ্গেই বিনামূল্যে 5G পরিষেবা দিয়ে আসছিল। যে কারণে বহু গ্রাহকরা রয়েছেন যারা এতদিন পর্যন্ত ৩৯৫ টাকা অথবা ১৫৫৯ টাকা রিচার্জ করে আনলিমিটেড 5G পরিষেবা পেয়ে বেশ আনন্দ উপভোগ করছিলেন। কিন্তু এবার থেকে তা আর হবে না।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *