দেশজুড়ে নেটওয়ার্ক বিভ্রাটের শিকার অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা জিও।

JIO Network Down: দেশজুড়ে চরম বিভ্রাট জিও নেটওয়ার্কে, দুপুর থেকে ভোগান্তি

National News Technology
Share this news

দেশজুড়ে নেটওয়ার্ক বিভ্রাটের শিকার অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা রিলাইনসের জিও(JIO)। চরম বিপর্যয় নেটওয়ার্কে। লক্ষ লক্ষ মানুষ জিও নেটওয়ার্ক ব্যবহার করেন।মঙ্গলবার দুপুরের দিকে নেটওয়ার্কের সমস্যায় রীতিমত বন্ধ হয়ে গিয়েছে জিও পরিষেবা(JIO Network Down)

কয়েক ঘণ্টার মধ্যে প্রায় আড়াই হাজারের কাছাকাছি মানুষ এই নেটওয়ার্ক বিভ্রাটের শিকার হয়ে অভিযোগ জানিয়েছে কাস্বটমার সার্ভিসে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে নেটওয়ার্ক সমস্যার কারণে। সোশ্যাল মিডিয়াতেও বহু গ্রাহক পোস্ট করেছেন জিও নেটওয়ার্কের সমস্যা নিয়ে।

হঠাৎ কী হয়ে গেল জিও নেটওয়ার্কের? জানা গিয়েছে, আজ দুপুর ১ টার পর বেশ কিছুক্ষণ চরম ভোগান্তির শিকার হন জিও গ্রাহকরা। জানা গিয়েছে, ৫৪ শতাংশ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যা থেকে অভিযোগ জানিয়েছেন। এছাড়া, ৩৮ শতাংশ মানুষ জিও ফাইবারের গ্রাহক ও ৭ শতাংশ মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে অভিযোগ করেছেন ।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *