মার্কিন রাষ্ট্রপতি(President) নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে, আর তত বেশি দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। রিপাবলিকার প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পে(Donald Tramp)র ধারে কাছে ঘেঁসতে পারছেন না বাইডেন। ডেমোক্র্যেটিক দলের(Democratic Party ) কাছে রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বাইডেন।
সূত্রের খবর, এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে বাইডেনকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁর স্থানে আনা হতে পারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার(Barack Obama) স্ত্রী মিশেল ওবামাকে(Michelle Obama )।
ডোনাল্ড ট্রাম্পের কাছে বাইডেনকে অনেকাংশে ফিকে লাগছে। রিপাব্লিকান আইন প্রণেতা টেড ক্রিজ বলেছেন, এই হতাশাজনক পারফরম্যান্সের কারণেই ডেমোক্র্যাটরা বাইডেনকে নিয়ে ভাবতে সংকোচবোধ করছে। বাইডেনকে সরিয়ে দিয়ে তারা রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে পারে মিশেল ওমাবাকে। ৯ মাস আগেই তিনি এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তা ক্রমশই সত্যি হতে চলেছ, দাবি টেড ক্রিজের তিনি আরও বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র তিন মাস আগেই বাইডেনকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় আনা হতে পারে মিশেল ওবামাকে। অর্থাৎ আগামী অগাস্ট মাসেই এই রদবদল হবে। কারণ আগামী নভেম্বর মাসেই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)