যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘পারফরম্যান্সে’ উদ্বেগ বেড়েছিল ডেমোক্র্যাট দলের বিশ্লেষকদের মধ্যে। চাপের মুখে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

Joe Biden: প্রেসিডেন্ট পদের দৌড়ে আর নেই তিনি! নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন!

International News Politics
Share this news

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট(President) জো বাইডেনের(Joe Biden) ‘পারফরম্যান্সে’ উদ্বেগ বেড়েছিল ডেমোক্র্যাট দলের বিশ্লেষকদের মধ্যে। চাপের মুখে এবার পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। সোশাল মিডিয়ায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন, ‘ দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম।’ বাইডেনের এই সরে যাওয়ার সিদ্ধান্তে সেই পদের জন্য দরজা খুলে গেল কমলা হ্যারিসের জন্য

৮১ বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়েকয়েক মাস ধরেই দ্বিধায় ছিল তাঁর দল। এর মধ্যে জানা গিয়েছিল, শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে না ফের ভোটে লড়াই করুন তিনি। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলে ফেলতে পারে ডেমোক্র্যাট শিবির, এই জল্পনা চলছিলই। 

আর সেই জল্পনাই সত্যিই হয়ে গেল। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি সমর্থকদের জানান, ২০২৫ এর জানুয়ারি অবধি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। তবে প্রেসিডেন্ট প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বাইডেন লেখেন, “মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। যখন সামনে পুনর্নির্বাচন, তখন আমার বিশ্বাস সঠিক সিদ্ধান্ত হল দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নেওয়া। এবং প্রেসিডেন্ট পদের বাকি সময়কাল দায়িত্বের সঙ্গে যাবতীয় কর্তব্য সম্পাদন করা।”

এই প্রেক্ষিতে মনে করা হচ্ছে, বাইডেনের এই সিদ্ধান্তে পথ খুলে গেল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য। কমলা হ্যারিস দলের টিকিট পেয়ে ভোটে জিতে মার্কিন প্রেসিডেন্ট হন, তবে ইতিহাসের সাক্ষী হবে দেশ। সেক্ষেত্রে প্রথম ‘কৃষ্ণাঙ্গ’ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে যাবে। অন্যদিকে প্রথম ভারতীয় বংশো্দ্ভূত প্রেসিডেন্টও পাবে আমেরিকা। উল্লেখ্য, কমলার মায়ের শ্যামলা নাম গোপালন। তামিলনাড়ুর বাসিন্দা তিনি। যত সময় গড়াবে নতুন প্রেসিডেন্ডের নাম কমলা হ্যারিস হবে কিনা তা স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

1 thought on “Joe Biden: প্রেসিডেন্ট পদের দৌড়ে আর নেই তিনি! নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *