১০ জুলাই ৪ বিধানসভার উপনির্বাচন, গুরুত্বপূর্ণ নেতাদের তলব মুখ্যমন্ত্রীর

Bengal News
Share this news

আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন হবে। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে উত্তর কলকাতার চার গুরুত্বপূর্ণ নেতাকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী ডাকে সারা দিয়ে নবান্নে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ও তৃণমূল নেতা কুনাল ঘোষ। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে বৈঠকের পর মানিকতলা উপনির্বাচনের জন্য একটি কোর কমিটির গঠন করে যান তিনি।

এই চার নেতাকে নিয়ে তৈরি কোর কমিটিই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে বলেই তৃণমূল সূত্রে খবর। সঙ্গে মঙ্গলবার নবান্নে মানিকতলা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। সেই বৈঠকে কোর কমিটির সদস্যদেরও হাজির হতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *