আন্দোলনরত চিকিৎসকদের দাবি না মানায় ভেস্তে গেল বৈঠক।আন্দোলনকারীদের দাবি ছিল, বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। তাঁদের সঙ্গে এসে কথা বলেছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি।

Junior Doctors at Nabanna: লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয়, ভেস্তে গেল বৈঠক! ‘ওরা বিচার চায় না, চেয়ার চায়’ মন্তব্য মুখ্যমন্ত্রীর

Bengal News
Share this news

লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয় মুখ্যমন্ত্রী। আন্দোলনরত চিকিৎসকদের দাবি না মানায় ভেস্তে গেল বৈঠক।আন্দোলনকারীদের দাবি ছিল, বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। তাঁদের সঙ্গে এসে কথা বলেছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি। তারপরেও দাবি থেকে সরেননি চিকিৎসকেরা।সেই কারণে ভেস্তে যায় বৈঠক।নবান্ন পৌঁছেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন না আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা।

এরপর নবান্ন থেকে স্বাস্থ্যভবনে ফিরে যান ডাক্তাররা। স্বাস্থ্য ভবনে নেমে আন্দোলনকারীরা বললেন, ‘‘সরাসরি সম্প্রচার নিয়ে কিসের ভয়? আমরা পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলাম। চারা বিতরণেরও সরাসরি সম্প্রচার হয়। তা হলে ভয়টা কিসের? আমরা ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রীর মুখ থেকে সদর্থকর বার্তা পাব। উনি বললেন তিন দিন অপেক্ষা করছেন। সঠিক নয়। আমরা ৩৬ দিন অপেক্ষা করছি। এর আগে মেলে বলা হয়নি তিনি বৈঠকে থাকবেন।’’।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন,  ‘যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাঁদের আমি ক্ষমা করে দিলাম।আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমি পদত্যাগ করতে রাজি আচি। কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়’।

মুখ্যমন্ত্রীর এই কথা প্রেক্ষিতে জুনিয়ার ডাক্তাররা বলেন,  ‘আমরা চেয়ারে ভরসা রেখেই এসেছিলাম। চেয়ার নিয়ে মন্তব্যে আমরা হতাশ। চেয়ারের প্রতি ভরসা রেখেই অপেক্ষা করছি। অপেক্ষা করব।’

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *