লোকসভা ভোটের মুখে দুর্ঘটনার কবলে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar )। পার্টি অফিস যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মাথায় সামান্য চোট পেয়েছেন তিনি। বুধবার দুপুরে মধ্যমগ্রামে দিগবেরিয়ায় বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস যাচ্ছিলেন কাকলি (Kakoli Ghosh Dastidar), সেই সময় একটি প্রাইভেট গাড়ি সরাসরি কাকলির গাড়িতে ধাক্কা (Car Accident) দেয় বলে অভিযোগ।মাথায় চোট পান বিদায়ী তৃণমূল সাংসদ। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
কাকলি জানিয়েছেন, ‘বাড়ি থেকে সবে বেরিয়ে পার্টি অফিস যাচ্ছিলাম সেই সময় একটা গাড়ি এত জোরে এসে আমার গাড়িতে ধাক্কা মারে, যে গাড়ির চারটে দরজায় লক হয়ে গিয়েছিল, আমার মাথায় চোট লেগেছে’। হাসপাতালের অতিরিক্ত সুপার জানিয়েছেন, কিছু পরীক্ষা হয়েছে, সিটি স্ক্যান হয়েছে, অবস্থা স্থিতিশীল।