রেলের তরফেও আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল। রেলমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

Kanchanjunga Express Accident: মৃত মালগাড়ির দুই চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর, ক্ষতিপূরণ প্রধানমন্ত্রীর তরফেও

Bengal National News
Share this news

সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ রেল দুর্ঘটনায় তোলপাড় বাংলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে(Kanchanjunga Express) ধাক্কা মালগাড়ির। চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বহু যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক ও সহ চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। উদ্ধারকার্য অনেকটাই এগিয়েছে।পুলিশ, রেলপুলিশ, এনডিআরএফ-এর পাশাপাশি উদ্ধার কার্যে হাত লাগায় বিএসএফ-এর জওয়ানরাও।

রেলের তরফেও আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল। রেলমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে।

যাঁরা গুরুতর আহত, তাঁরা আড়াই লক্ষ টাকা এবং যাঁরা কম আহত, তাঁরা ৫০ হাজার টাকা করে পাবেন।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *