Big Breaking: সপাটে চড় মারলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে!

Entertainment National
Share this news

চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। কৃষক আন্দোলনের বিরুদ্ধে কথা বলায় কঙ্গনাকে চড় মেরেছে ওই মহিলা জওয়ান, এমনটাই অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বিকেল ৩ টের দিকে। কঙ্গনা দিল্লি যাওয়ার ফ্লাইটে ওঠার আগে চেকিং হয়। সেখানেই সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর তাঁকে চড় মারেন বলে অভিযোগ।

কৃষকদের বিক্ষোভ নিয়ে অভিনেতার মন্তব্যের জন্য কঙ্গনার উপর আগে থেকেই বিরক্ত ছিলেন ওই মহিলা সিআইএসএফ। সূত্রের খবর, নিরাপত্তা চেকের সময় নিজের ফোন ট্রেতে রাখতে অস্বীকার করেন কঙ্গনা। নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। এরপরই সুযোগ পেয়ে কঙ্গনাকে থাপ্পড় মারে অভিযুক্ত।
ইতিমধ্যেই ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আরও তদন্ত করার জন্য সিআইএসএফের সিনিয়র অফিসারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এবছরের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে মান্ডি থেকে জিতেছেন কঙ্গনা রানাওয়াত। দিল্লি যাওয়ার পথে নির্বাচিত সংসদ সদস্যকে এইভাবে চড় মারার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার বিষয়ে নিজের X হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে, কঙ্গনা বলেছেন, ‘আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়ার কাছ থেকে প্রচুর কল পাচ্ছি… আমি শুধু বলতে চাই … আমি নিরাপদ আছি’। ঘটনাটি ঘটেছিল যখন আমি চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা করে যাচ্ছিলাম। চলে যাওয়ার সময়, অন্য কেবিনে একজন মহিলা ছিলেন যিনি সিআইএসএফ-এর নিরাপত্তা কর্মী ছিলেন, তিনি আমাকে অতিক্রম করার জন্য অপেক্ষা করেছিলেন, তারপর এসে আমার মুখের পাশে আঘাত করেছিলেন।
আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কেন সে এটা করছে, তখন সে বলেছিল যে সে কৃষকদের প্রতিবাদকে সমর্থন করে,’। সেই সঙ্গে কঙ্গনা উদ্বেগ প্রকাশ করেন, কীভাবে পাঞ্জাবের ক্রমবর্ধমান হিংসা এবং সন্ত্রাসকে মোকাবেলা করা সম্ভব হবে!

1 thought on “Big Breaking: সপাটে চড় মারলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *