১৪ বছর পর ব্রিটেনে(Britain) ক্ষমতার পালাবদল। কনজ়ারভেটিভ পার্টি (টোরি)-কে হারিয়ে নিরঙ্কুশ জয়ের পরে লেবার পার্টির প্রধান কিয়ের স্টার্মার(Kier Starmer) ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী(PM) হলেন। টোরি নেতা তথা ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের(Rishi Sunak) স্থলাভিষিক্ত হলেন স্টার্মার।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদুসংখ্যা’ ৩২৬। বুথফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে শুক্রবার বিকেল সাড়ে ৩টে (ভারতীয় সময়) পর্যন্ত ৪১২টি গিয়েছে লেবারদের ঝুলিতে। টোরিরা ১২১ এবং অন্যেরা ১১৫টিতে জিতেছে। ৪৪ বছর বয়সি সুনকের নেতৃত্বে কনজারভেটিভরা শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করেছে এবার, যার পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষায় আঁচ পাওয়া গিয়েছিল পুরোটাই।
ভোটের ফল স্পষ্ট হতেই তাঁর উত্তরসূরি হতে যাওয়া স্টার্মারকে অভিনন্দন জানান ঋষি সুনক। এর পরে প্রথা মেনে বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা তৃতীয় চার্লসকে ভোটের ফলাফল জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। এর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ফিরে বিদায়ী বক্তৃতা দেন তিনি।
বিজয়ী দলের নেতা স্টার্মার সে সময় বাকিংহামে রাজার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার আমন্ত্রণ আনতে যান। এর পর ডাউনিং স্ট্রিটের সেই ‘১০’ লেখা কালো দরজার সামনে বক্তৃতা দিলেন তিনি। পেশায় আইনজীবী লেবার নেতা বলেন, ‘‘আজ থেকেই পরিবর্তনের পালা শুরু হল দেশে।’’ ১৪ বছর পর ব্রিটেনের শাসন ক্ষমতায় পালাবদলের শুরু।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)
Bapre