পুরস্কার বিতরণী মঞ্চেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন কিং কোহলি।

Kohli-Rohit Retirement: বিশ্বকাপের পরই বিদায়! আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর রোহিত-কোহলি-জাদেজার, শেষ দ্রাবিড় জমানাও

International National News Sports
Share this news

১৩ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ানের খেতাব জয় ভারতের(Team India। বার্বাডোজে শনিবার টি-২০ বিশ্বকাপের(T20 WC 2024) ফাইনালে সাউথ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারত। সেই আনন্দের স্মৃতি নিয়েই বিদায় নিলেন দুই মহারথী। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)।

পুরস্কার বিতরণী মঞ্চেই টি-টোয়েন্টি(T20) ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ‘কিং’ কোহলি। তিনি বলেন,  নতুন প্রজন্মকে দায়িত্বভার শোপে দেওয়ার সময় এসে গেছে। তাঁর বিশ্বাস, ভারতীয় ক্রিকেট দলের যুব ক্রিকেটাররা সেই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করবে।তিনি আরও বলেন, প্রতিযোগিতা শুরুর আগেই রোহিত শর্মাদের জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ টি-২০ বিশ্বকাপ।  

অন্যদিকে বিরাটের অবসরের ঘোষণার ২ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলনে টি-২০ থেকে অবসরের ঘোষণা করে দিলেন হিটম্যান রোহিত শর্মা। রোহিত বলেন, ‘এটা আমারও শেষ ম্যাচ (টি-টোয়েন্টিতে)। এই ফরম্যাটকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। এই ফরম্যাটেই আমার ভারতীয় দলে ক্যারিয়ার শুরু করি। আমি এটাই চেয়েছিলাম, কাপ জিততে।’

উল্লেখ্য, ১৫৯ ম্যাচে ৪২৩১ রান নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিলেন রোহিত। এই ফরম্যাটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও রোহিতেরই।

রোহিত-কোহলির একসঙ্গে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ফলে এক বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করা যে সহজ হবে না তা একবাক্যে মেনে নিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি।

অন্যদিকে, ভারতের পরবর্তী সম্ভাব্য কোচ গৌতম গম্ভীর বলেন, ওরা বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছে, এর থেকে ভালো চিত্রনাট্য হতে পারত না। দু-জনেই খুব বড় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে ওদের অবদান রয়েছে, ‘ওদের শুভেচ্ছা’।

রোহিত-কোহলির পাশাপাশি ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন।

শেষ হয়ে গেল কোচ রাহুল দ্রাবিড়ের জমানাও। ২০২১ সালে দু’বছরের জন্য কোচ হয়ে এসেছিলেন তিনি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারের পরেও তাঁকে কোচ রেখে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দায়িত্ব দেওয়া হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সেই প্রতিযোগিতা জিতে শেষ করলেন দ্রাবিড়।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *