পর্যটকদের জন্য সুখবর! জুলাইতে চালু হচ্ছে নয়া ট্রেন কলকাতা-কোচবিহার(Kolkata-Cochbehar train)। শুরু আর শেষ গন্তব্য বাংলাতে হলেও এই ট্রেন মাঝের অনেকটকা পথ বাংলাদেশের(Bangladesh) মধ্যে দিয়ে যাবে।
কলকাতা থেকে রওনা হয়ে নদিয়ার গেদে, সেখান থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। চুয়াডাঙ্গা, দর্শনা, ঈশ্বরদী, নাটোর, আব্দুলপুর, পার্বতীপুর, নীলফোমারি, চিলাহাটি হয়ে ফের ভারতে তথা বাংলায় প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের কোচবিহারে এসে থামবে ট্রেনটি। এই পথ ধরে চলবে ভারতীয় রেল, যে পথের দু-প্রান্তে ভারত আর মাঝের দীর্ঘপথ বাংলাদেশের। আগামী মাসে এই পথ ধরে প্রথমে চলবে একটি খালি মালগাড়ি।
পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে নিয়মিত যাতায়াত করবে পণ্যবাহী রেল বা মালগাড়ি। তারপর যাত্রী ট্রেন যাতায়াতের কথাও বিবেচনায় আছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য অনুষ্ঠিত ভারত সফরে দুই দেশের মধ্যে রেল নিয়ে যে চুক্তি হয়েছে তার অন্যতম হল এই রেলপথ। ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা চুক্তি সম্পাদনের পর জানান, জুলাই মাসেই এই নয়া রেল পথে ভারতের ট্রেন চলবে
উল্লেখ্য, এখন ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচটি রেল রুট চালু আছে। এর তিনটি যাত্রী এবং দুটি মালগাড়ির রুট। এই রুটগুলিতে ট্রেন ক্রস ইন্টারচেঞ্জ পদ্ধতিতে চলে। দুই দেশের চালক ও গার্ডরা তাঁদের দেশের ইঞ্জিন দিয়ে ট্রেনটি সীমান্তে পৌঁছে দেন। পরে যে যাঁর দেশের ইঞ্জিন ও ড্রাইভার-গার্ড দিয়ে গন্তব্যে পৌঁছে দেন। নয়া ব্যবস্থায় ইঞ্জিন বদল এবং গার্ড-ড্রাইভার পরিবর্তন হবে না, সূত্রের খবর। এতে সময় ও খরচ কমবে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)