মেট্রো চড়তে গেলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা আর পোয়াতে হবে না।মেট্রো স্টেশনে পৌঁছোনোর আগেই মোবাইল অ্যাপ থেকে কাটা যাবে মেট্রোর টিকিট।

Kolkata Metro: এবার মোবাইলেই কেটে নিন মেট্রোর টিকিট! চালু হল ই-টিকেটিং সিস্টেম!

Bengal News
Share this news

এবার থেকে কলকাতায় মেট্রো চড়তে গেলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা আর পোয়াতে হবে না।মেট্রো(Metro) স্টেশনে পৌঁছোনোর আগেই মোবাইল অ্যাপ থেকে কাটা যাবে মেট্রোর টিকিট। মেট্রো রাইড কলকাতা(Metro Ride Kolkata) অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেই এই পরিষেবা মিলবে। উৎসবের  মরশুমে মেট্রোয় যাত্রীর চাপ থাকে যথেষ্ট। সেই চাপ সামাল দিতে এবার স্মার্ট শহরে স্মার্ট পদ্ধতিতে ই-টিকেটিং সিস্টেম।

অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে নিজের এবং অন্যের জন্য টিকিট কাটার সুবিধে মিলবে। এই নির্দিষ্ট ই- টিকিটে ১২ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে। সারাদিনে একবারই এই টিকিটের মেট্রোয় ভ্রমণ করা যাবে। 

পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট অ্যাপ থেকে একসাথে অনেক যাত্রীর জন্যই এই টিকিট কাটা যাবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোতে এই কিউআর কোড পরিষেবা আগেই চালু হয়েছিল।বুধবার থেকে শহরের প্রতিটি মেট্রো স্টেশনে মিলবে এই সুবিধা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *