কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের

কুয়েত অগ্নিকাণ্ডে নিহত দ্বারিকেশের দেহ ফিরল মেদিনীপুরে

Bengal News
Share this news

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪৫ জন ভারতীয়র মধ্যে একজন বাংলার বাসিন্দা। নিহত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়ক (৫২)। শনিবার সকালে তাঁর মরদেহ এসে পৌঁছয় কলকাতা বিমান বন্দরে। রাজ্য সরকারের তরফে দমকলমন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারাকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ আনা হয়। তার পর মেদিনীপুর শহরের শরৎপল্লি এবং পরে দাঁতনে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় দেহ।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *