Laapataa Ladies Movie Review: ঘোমটা প্রথা যখন সমাজকে ঢেকে দেয় 

Entertainment News
Share this news

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২৪ এর ১ মার্চ। পাবলিক রিভিউ বেশ ভালো। IMDB রিভিউ 8.4। নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ সহ অন্যান্যরা এই ছবিতে অভিনয় করেছেন। ছবিতে 2001 এর সময়কার গ্রামীণ ভারতকে দেখানো হয়েছে। সম্প্রতি এটি OTT জয়েন্ট Netflix এও মুক্তি পেয়েছে। 

NewsAI24X7 এর টিমও এই ছবিটি দেখেছ। গ্রাম্য সাধারণ ছেলের অভিনয় স্পর্শ শ্রীবাস্তব একেবারে ফাটিয়ে কাজ করেছেন। নিজের ১০০ শতাংশ কি করে দিতে হয় তা এখানে প্রকাশ পেয়েছে। অন্যদিকে নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা-কে গ্রাম্য বধূর বেশে বেশ মানিয়েছিল। রবি কিষাণকে নিয়ে কোনও কথা হবে না। 

লাপাতা লেডিজকে দুর্দান্ত ছবি হিসেবে বলা যেতেই পারে। চলচ্চিত্রটিতে মৌলিকতা, সততা এবং আন্তরিকতার মেলবন্ধন ভীষণ ভাবে দেখা গিয়েছে। ছবিতে মনোমুগ্ধকর বর্ণনামূলক প্রবাহ, অসামান্য অভিনয় এবং পরিপূর্ণ ক্লাইম্যাক্স রয়েছে।

লাপাতা লেডিজ 2001 সালে গ্রামীণ ভারতের একটি গল্প। সিনেমাতে দুটি অল্পবয়সী বধূর পরিস্থিতি দেখানো হয়েছে। যারা নতুন বিয়ের পর শশুরবাড়ি যাওয়ার সময় তাদের স্বামী বদলাবদলি হয়ে যায়। তার পর থেকে গল্পে চলে টানটান উত্তেজনা। চলচ্চিত্রটি এমন একটি সময়ের কথা বলে যখন মোবাইল ফোন ভীষণ এক্সপেনসিভ ছিল এবং ইন্টারনেট ও প্রযুক্তি সবকিছু সহজে অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠেনি। সিনেমাতে বোঝানো হয়েছে মেয়েদের শিক্ষা কতটা প্রয়োজন সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। ঘোমটা প্রথা, স্বামীর নাম না ধরে ডাকার প্রচলন কতটা সমাজকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে তার মোক্ষম উদাহরণ এই সিনেমা। আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং প্রোডাকশনের ব্যানারে বিপ্লব গোস্বামীর স্ক্রিপ্ট লেখা চলচ্চিত্রটি দর্শকের মন কেড়েছে বলাই যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *