৯ মে, বৃহস্পতিবার মনোনয়নপত্র (Nomination Papers) দাখিল করলেন মিছিল বামফ্রন্ট (Left Front ) মনোনীত ও জাতীয় কংগ্রেসের সমর্থিত সিপিআইএম-এর ৫ প্রার্থী( Left Front Candidates)। যাদবপুরের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান, দক্ষিণ কলকাতার সাহারা শাহ হালিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার ও জয়নগরের সমরেন্দ্রনাথ মন্ডল- এই পাঁচ প্রার্থী বৃহস্পতিবার নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিসে।
এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে এই পাঁচটি প্রার্থী এবং সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করেন হাজরা মোড়ে। সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা আসে সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিস। সেখানে মনোনয়নপত্র জমা দেন এবং আগামী দিনের সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য দুর্নীতির বিরুদ্ধে এবং সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেন ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)