তন্দ্রা মুখার্জী: জীবন মানুষের সামনে অনেক পথ খুলে দেয় চলার জন্য। নির্বাচন করতে হয় নিজেকে। নাহলে, স্বীকার করতে হয় বিরাট মাপের পরাজয়, পালিয়ে যেতে হয় লড়াইয়ের ময়দান ছেড়ে। জীবন এক ভুল দুবার সংশোধনের সুযোগ কারুকে দেয়না। এ যেন সার্কাসের তাবুর ভিতরের ট্র্যাপিজের খেলায় অংশ নেওয়া। এপথে আছাড় খাওয়া থেকে বাঁচতে, থাকেনা নিচে গদি বিছানো; কঠিন ভূমি দয়া দেখাতে জানেনা। পরাজিতকে কেউ হাত ধরে তোলারও থাকেনা। তাই চলতে শেখার পরেই নিজের দৈহিক শক্তি বাড়াবার অধ্যবসায়ে মন দিতে হয়। মনকে গড়তে হয়, আঘাতকে প্রত্যাঘাত করতে পারার উপযুক্ত করে। কাতর হয়ে কাঁদতে দেখলে লোকে মজা পায়। সহানুভূতি দেখায় যা করুণার নামান্তর। অতএব, জীবনপথের পথিক সদা থাকো সাবধান।