শিয়ালদহ লাইনে কমপক্ষে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

Local Train Cancel in Sealdah: শনি-রবিতে শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল! জেনে নিন, কোন কোন ট্রেন বাতিল

Bengal News
Share this news

শনিবার এবং রবিবার শিয়ালদহ(Sealdah) শাখায় ৪৪টি লোকাল ট্রেন বাতিল(local train Cancel) করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম(Madhyamgram) এবং বিরাটের মধ্যে ব্রিজের কাজ চলবে। আপ লাইনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত কাজ চলবে।তার জেরে শিয়ালদহ লাইনে কমপক্ষে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

শনিবার বনগাঁ-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) রাত ৯ টা ১৫ মিনিটের ডাউন বনগাঁ লোকাল

২) রাত ১০ টা ৪০ মিনিটে ডাউন বনগাঁ লোকাল

৩) রাত ১১ টায় আপ বনগাঁ লোকাল

৪) আপ ৩৩৮৬৩: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

শনিবার হাসনাবাদ-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) রাত ৯ টা ২৫ মিনিটে ডাউন হাসনাবাদ লোকাল

২) রাত ১০ টা ১৫ মিনিটে আপ হাসনাবাদ লোকাল

রবিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) রাত ৩ টে ৫ মিনিটে  ডাউন হাসনাবাদ লোকাল

২) সকাল ৬ টা ১২ মিনিটে আপ হাসনাবাদ লোকালরবিবার

রবিবার বনগাঁ-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) রাত ২ টো ৫৮ মিনিটে ডাউন বনগাঁ লোকাল

২) ভোর ৪ টে ২৫ মিনিটে ডাউন বনগাঁ লোকাল

৩) ভোর ৫ টা ৪০ মিনিটে ডাউন বনগাঁ লোকাল

৪) সকাল ৬ টা ১৫ মিনিটে ডাউন বনগাঁ লোকাল

৫) রাত ৩ টে ১৫ মিনিটে আপ বনগাঁ লোকাল

৬) ভোর ৪ টে ১৫ মিনিটে  আপ বনগাঁ লোকাল

৭) ভোর ৪ টে ৫৫ মিনিটে আপ বনগাঁ লোকাল

৮) ভোর ৫ টা ৫৪ মিনিটে আপ বনগাঁ লোকাল

রবিবার দত্তপুকুর-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ভোর ৫ টা ৪২ মিনিটে  ডাউন দত্তপুকুর লোকাল

২) সকাল ৭ টা ৩২ মিনিটে ডাউন দত্তপুকুর লোকাল

৩) সকাল ৮ টা ৪৫ মিনিটে ডাউন দত্তপুকুর  লোকাল

৪) সকাল ৯ টা ৪৩ মিনিটে ডাউন দত্তপুকুর  লোকাল

৫) সকাল ৭ টা ২৬ মিনিটে আপ দত্তপুকুর  লোকাল

৬) সকাল ৮ টা ৩০ মিনিটে আপ দত্তপুকুর  লোকাল

রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) সকাল ৯ টায় আপ মধ্যমগ্রাম লোকাল

২) সকাল ১০ টা ৩৫ মিনিটে ডাউন মধ্যমগ্রাম লোকাল

রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) সকাল ৭ টা ৫৪ মিনিটে বারাসত-বনগাঁ লোকাল

রবিবার বারাসত-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ভোর ৫ টা ১৬ মিনিটে ডাউন বারাসত লোকাল

২) সকাল ৮ টা ১৫ মিনিটে ডাউন বারাসত লোকাল

রবিবার বারাসত-শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ভোর ৫ টা ১৬ মিনিটে ডাউন বারাসত লোকাল

২)সকাল ৮ টা ১৫ মিনিটে ডাউন বারাসত লোকাল

৩) সকাল ৮ টা ৫৮ মিনিটে আপ বারাসত লোকাল

৪) সকাল ১০ টা ২২ মিনিটে আপ বারাসত লোকাল

৫) সকাল ১০ টা ৫৮ মিনিটে আপ বারাসত লোকাল

রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) বেলা ১২ টা ৫ মিনিটে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল

২) দুপুর ১ টা ৩৫ মিনিটে আপ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল

রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) সকাল ৯ টা ৪০ মিনিটে  ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল

২) দুপুর ২ টো ৩৫ মিনিটে আপ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল 

রবিবার বনগাঁ-মাঝেরহাট শাখায় কোন ট্রেন বাতিল থাকবে?

১) সকাল ৬ টা ৩৫ মিনিটে ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল

রবিবার হাবরা-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) সকাল ৬ টা ৩৭ মিনিটে ডাউন হাবরা লোকাল

২) ভোর ৪ টে ৪৫ মিনিটে আপ হাবরা লোকাল

রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) সকাল ৮ টা ১০ মিনিটে আপ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি  লোকাল

রবিবার শাখায় মাঝেরহাট-বারাসত কোন ট্রেন বাতিল থাকছে?

১) সকাল ১০ টা ২০ মিনিটে আপ মাঝেরহাট-বারাসত লোকাল

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *