শুক্রবার সকাল থেকেই ভোট হিংসা শুরু। অভিযোগ উঠেছে বিজেপির একদল সমর্থক বারকোডালি জিপির দুশো ছাব্বিশ এবং দুশো সাতাশ নম্বর বুথে তাণ্ডব চালায়। এতে করে ভোটগ্রহণে অশান্তি ছড়াচ্ছে। এছাড়াও
অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার তুফানগঞ্জ-দুই ব্লকের বারোকোদালি-এক গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তৃণমূলের অস্থায়ী নির্বাচনী পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের তির বিজেপির দিকে।
ভোট হিংসার বিরুদ্ধে তৈরি রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কমিশনও। ঘন্টার ঘন্টার রিপোর্ট কমিশনের কাছে জমা পড়ছে।