রবিবার বালুরঘাটের জোড়াসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Lok sabha Election 2024/ Mamata Banerjee: ‘দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন’ বালুরঘাটে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Bengal News Politics
Share this news

রবিবার বালুরঘাটে( Balurghat) জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট। রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং-এ ভোটগ্রহণ। তার আগে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে বালুরঘাটে জোড়া সভা মমতার। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(Narendra Modi) তীব্র আক্রমণ শাণালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

‘বিজেপির কিছু গদ্দার বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে? আমি একটা কথা বলতে চাই এটা কি বাংলার নির্বাচন যে আমার কাছে কৈফেয়ত চাইছে! এটা তো দিল্লির নির্বাচন, তাই কৈফিয়ত মোদীকে দিতে হবে।’

অন্যদিকে নিজের আত্মপক্ষ সমর্থনে বাংলার মুখ্যমন্ত্রী আরও এক মন্তব্য করেন ‘নির্বাচনের সময় যদি আপনি বিমানবন্দন চালু করে দেন তবে অনেক মানুষের মনে হবে আমাদের প্রেসারে করে দিয়েছেন, আমি আপনার প্রেসার কুকার। আমাকে তো প্রেসার দিতেই হবে।’

পাশাপাশি আজ দূরদর্শনের লোগোর রং গেরুয়া নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন বালুরঘাটের সভা থেকে।’দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন। একদিন এটা আমাদের গর্ব ছিল, কাল থেকে গেরুয়া রং করে দিয়েছে।’ বালুরঘাটের সভা থেকে নরেন্দ্র মোদীকে রীতিমতো একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফা ভোটের আগে একেবারে চাঁচাছোলা আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *