Lok Sabha Election 2024: শুক্রবার মোট ১০২ টি কেন্দ্রে প্রথম দফার ভোট, সতর্ক কমিশন

Bengal National News
Share this news

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই প্রথম দফার ভোট গ্রহণ শুরু গোটা দেশে। ইতিমধ্যেই বুধবার সন্ধ্যায় প্রথম দফার ভোট প্রচার শেষ হয়েছে। এরপরেই গোটা দেশ অষ্টাদশ লোকসভার সাত দফার ভোটার প্রথম পর্ব শুরু হবে।

শুক্রবার, দেশের ১৭টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তালিকায় অন্তর্গত রয়েছে। ২০১৯ সালের ভোটে বিজেপি এই তিন আসনে জিতেছিল। শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ মনিপুর এবং মেঘালয়ের ২টি করে আসনে ভোট গ্রহণ হবে। একটি করে আসনে ভোট গ্রহণ হবে ছত্রিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখন্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পদুচেরিতে।

এরমধ্যে মনিপুরে মোট ২টি লোকসভা আসন, ইনার মনিপুর এবং আউটার মনিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মনিপুরকে ভাগ করে দু দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মনিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলায় ১৫ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বাকি ১৩টিতে ভোটগ্রহণ হবে ২৬ শে এপ্রিল সেটা দ্বিতীয় দফা। বিহারের ৪টে কেন্দ্র, উত্তরাখন্ড এবং মহারাষ্ট্রের ৬টি, উত্তর প্রদেশের ৮টিতে রাজস্থানের ১২টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় সবথেকে বেশি ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলিতেই ভোট গ্রহণ হবে। প্রথম দফায় মনিপুরের পাশাপাশি ছত্রিশগঢ়ে মাওবাদী উপদ্রব অঞ্চলের ভোটের দিন হিংসার আশঙ্কা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই বিপুল পরিমাণে নিরাপত্তা মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *