নৌকা করে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। ত্রিপুরা(Tripura)র ধলাই জেলার প্রান্তিক এলাকা রাইমা উপত্যকায় এমন ছবি ধরা পড়ল।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ত্রিপুরায় ভোটগ্রহণ হল উৎসবের মেজাজে । বিকাল ৫ টা পর্যন্ত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ৭৯.৫৫ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন ওই রাজ্যের বাসিন্দারা।
ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন একদমই অস্বাভাবিক নয়।
ত্রিপুরায় দু-দফার ভোট সম্পন্ন হল। গত শুক্রবার(১৯ এপ্রিল) ত্রিপুরা পশ্চিমে আর এই শুক্রবার(২৬ এপ্রিল) ত্রিপুরা পূর্বে ভোট সম্পন্ন হল।