আবারও লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। তবে ভারতের সংসদের ইতিহাসে এই দ্বিতীয় বার স্পিকার পদের জন্য হল ধ্বনিভোট । জয় পেলেন এনডিএ প্রার্থী।

Lok Sabha Speaker Election: লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিড়লা, ধ্বনিভোটে জয়, ডিভিশন ভোটাভুটির প্রস্তাব অগ্রাহ্য

National News Politics
Share this news

আবারও লোকসভার স্পিকার(Lok Sabha Speaker) হলেন ওম বিড়লা(Om Birla)। তবে ভারতের সংসদের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার স্পিকার পদের জন্য হল ধ্বনিভোট । জয় পেলেন এনডিএ প্রার্থী। পরপর দু’বার স্পিকার হলেন ওম বিড়লা। ১৯৮৫ সালে কংগ্রেসের বলরাম জাখর দুইবার লোকসভার অধ্যক্ষ পদে বসেছিলে। তারপর আবার ওম বিড়লা দুইবার পরপর স্পিকার হলেন। তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও রাহুল গান্ধী (Rahul Gandhi) উভয়েই। 

এদিন ধ্বনিভোটেই লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা(Om Birla)। প্রোটেম স্পিকার ধ্বনিভোটে ওম বিড়লাকে স্পিকার ঘোষণা করতেই বিরোধীরা আপত্তি জানান। ডিভিশন ভোটাভুটির দাবি জানানো হয়। কিন্তু সেই প্রস্তাব মানেননি প্রোটেম স্পিকার। পরে ওম বিড়লা গিয়ে অধ্যক্ষের আসনে বসেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘শাস্ত্রে কথিত আছে বিনম্র ও মিষ্ট স্বাভাবের ব্যক্তি সব সময় সফল হন। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। স্পিকার পদের জন্য লড়াই ভারতের ইতিহাসে বিরল। সেই কথা মনে রেখেই মোদি বললেন, ‘গত ২০ বছরে বেশিরভাগ ক্ষেত্রে স্পিকার পদের জন্য লড়াই হয়নি। বা  লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। ‘

ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এই হাউসটি ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে এবং আপনি সেই কণ্ঠের চূড়ান্ত বিচারক। সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু বিরোধী দলও ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে। এবার, বিরোধী দল গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী। বিরোধীরা আপনার কাজে সাহায্য করতে চাইবে। আমরা চাই হাউসটি ভালোভাবে কাজ করুক। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সহযোগিতা বিশ্বাসের ভিত্তিতে ঘটে। এই হাউসে বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’আমরা নিশ্চিত যে বিরোধীদের কথা বলার অনুমতি দিয়ে, ভারতের জনগণের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়ে, আপনি ভারতের সংবিধান রক্ষার আপনার দায়িত্ব পালন করবেন। আমি আবারও আপনাকে অভিনন্দন জানাতে চাই এবং হাউসের সকল সদস্যদের যারা তাদের নির্বাচনে জয়ী হয়েছেন।’  

অন্যদিকে, স্পিকার নির্বাচনে ভোটাভুটি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বুধবার লোকসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘সংসদের প্রথা অনুযায়ী, যদি কোনও সদস্য ডিভিশন চান সে ক্ষেত্রে প্রোটেম স্পিকার ভোটাভুটির জন্য অনুমতি দেন। আপনারা সংসদের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন, বহু বিরোধী সাংসদ এদিন ডিভিশন চেয়ে ভোটাভুটির আর্জি জানান। তবে ভোটাভুটি ছাড়াই স্পিকার বেছে নেওয়ার প্রস্তাব গৃহীত হয় কক্ষে।’

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *