ষষ্ঠ দফা ভোটে সকাল থেকে উত্তজেনা ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে(keshpur)। কেশপুরে হিরণের(Hiran Chatterjee) গাড়ি আটকানোর চেষ্টা তৃণমূল কর্মীদের। হাতে বাঁশ, ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সিআরপিএফ-এর সঙ্গে বচসা তৃণমূলের।
সকালের দিকে বিজেপির পোলিং এজেন্টকে বুথে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টপাধ্যায়ের(Hiran Chatterjee)। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না। তৃণমূলকে জেতাতে কেশপুর, আনন্দপুরের ওসিরা মদত দিতে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী-তৃণমূলের ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ হিরণের।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)