একে তো গ্রীষ্মের দাবদহন, তার উপর ভোটের লম্বা লাইনে ঠায় দাঁড়িয়ে ভোট দিতে হচ্ছে। দেশের অনেক রাজ্যেই তাপপ্রবাহ চলছে। এমন পরিস্থিতিতে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। বেঙ্গালুরুর(Bengaluru) বোম্মাসান্দ্রা কেন্দ্রের ঘটনা। সকাল থেকেই নাকি সেখানে বিশাল লাইন পড়েছিল ভোট দেওয়ার জন্য। আচমকাই প্রখর রোদে অসুস্থবোধ করেন এক মহিলা। লাইন থেকে বেরিয়েও যান তিনি। ভোটকেন্দ্রে রাখা পানীয় জল খেতে এগিয়ে যান, তখন জ্ঞান হারিয়ে ফেলেন ওই মহিলা। ওখানেই এক ভোটার সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ওই মহিলাকে।
ওই কেন্দ্রেই ভোট দিতে গিয়েছিলেন চিকিৎসক গণেশ শ্রীনিবাস প্রসাদ। সেই সময় বোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। ওই মহিলার অবস্থাকে দেখে তড়িঘড়ি সবাইকে সরিয়ে নিজে এগিয়ে যান। ওই চিকিৎসক বুঝতে পারেন মহিলা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।ওখানেই চিকিৎসা শুরু করে দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে মহিলার।
Asha kori uni valo achen