শেষ দফার ভোটে যাদবপুরে(Jadavpur) উত্তেজনা। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে(Srijan Bhattacharya) ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূলের। সৃজনের অভিযোগ,বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি, তাঁকে মারতে উদ্ধত হতেও দেখা যায়।পুলিশি হস্তক্ষেপে কোনরকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে উত্তেজনা। সিপিএম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে প্রার্থী সৃজন ভট্টাচার্য এসে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।
অন্যদিকে, ডায়মন্ড হারবার(Dimond Harbour) লোকসভা কেন্দ্রের ২৭১ নং বুথের আটকৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলে সিপিআই(এম) এজেন্টের কাগজ কেড়ে নিয়ে নিজেকে সিপিআই(এম) এজেন্ট বলে দাবি শাসক দলের নেতার। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বাম প্রার্থী প্রতীক উর রহমান। ধরা পড়ে গিয়ে প্রার্থীকে ধাক্কা মেরে চম্পট দেয় ভুয়ো এজেন্ট।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)