মঙ্গলবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মালদহে

Loksabha Election 2024: ইংরেজবাজারে পুলিশ-বিজেপি প্রার্থী বচসা, চাঁচলে বিজেপি ক্যাম্প বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তৃণমূলের

Bengal News Politics
Share this news

মঙ্গলবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মালদহে। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে (Malda Dakshin Constituency)অশান্তির নানা অভিযোগ। ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ৯১ নম্বর বুথে দলীয় মহিলা এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ওই পরিস্থিতিতে তৃণমূলের কর্মীরাও জড়ো হয় সেখানে।তৃণমূল-বিজেপির মধ্যে ঝামেলা লেগে যায়। পুলিশ দু-পক্ষকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের(Malda Uttar Constituency) অন্তর্গত চাঁচলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাবু সরকার ধুমসাডাঙ্গী ২২১ নম্বর বুথে বিজেপির সহায়তা ক্যাম্পে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বুথ থেকে এক কিলোমিটার দূরে একটি বটগাছের তলায় ছিল এই সহায়তা কেন্দ্র এবং ১০ মিনিটের মধ্যে সেটা সরিয়ে না দিলে বোমা মেরে উড়িয়ে দেবে বলে হুমকি দেয় তৃণমূলের ‘মস্তান’।

এছাড়া মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকের হিলসামারি শঙ্করটোলা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকক্ষের বাইরে রাজ্য পুলিশ।লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা দেখেই পাল্টে যায় অবস্থান। ভোটকক্ষের বাইরে দাঁড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। লাইন ঠিক করতে শুরু করে পুলিশ।

আবার মালদহের রতুয়া ১ ব্লকের চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় বোমাবাজি। মূলত সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্যই এই বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

রতুয়া বিধানসভার সামসি-হলদিবাড়িতে ভোটারদের কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান স্থানীয় তৃণমূল নেতা শেখ ইয়াসিন, এমনটাই অভিযোগ উঠেছে।পরে কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূল নেতাকে চলে যেতে বলে।এছাড়াও সকালের দিকে মালদহের বেশ কয়েকটি বুথে ইভিএম বিভ্রাট হয়।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *