তৃতীয় দফা ভোটে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। ডোমকল, হরিহরপাড়া, রানিনগর, ভগবানগোলায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ভোটের দিন বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কোথাও আবার বুথে ঢুকতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বচসা, মারামারি থেকে শুরু করে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া অভিযোগ উঠছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়।
রানিনগরের গোপীনাথপুরে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরলেন মর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম। ভুয়ো এজেন্টকে বুথের বাইরে বের করার পর তাঁকে নিয়ে বেপাত্তা পুলিশ। অভিযোগ সেলিমের। তিনি বলেন, ‘এরকম বেশ কিছু বুথে ভুয়ো এজেন্ট ঢুকিয়ে দেয় তৃণমূল।’ এর আগে রানিনগরের কেশবপুর নওদাপাড়ায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ছুটে যান সেলিম। তাঁর সঙ্গে হাতাহাতি বেঁধে যায় তৃণমূল কর্মীদের। রানিনগরের ৩৮ নম্বর বুথের বাইরে সেলিমকে লক্ষ্য করে ‘গো ব্যাক, স্লোগান দেন তৃণমূল কর্মীরা। সিপিএম প্রার্থীর অভিযোগ পেয়ে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেয় পুলিশ। একেবারে ময়দানে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ সিপিআই(এম) প্রার্থীর।
এছাড়া এই কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। মেকাইল হোসেন নামে ওই কংগ্রেস নেতার ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি। অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিহর থানার পুলিশ। বুথের খুব কাছে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নদিয়ার করিমপুরের শুভরাজপুর। সেখানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশের সাহায্যে ভোট কেন্দ্রে পৌঁছন ভোটাররা। অন্যদিকে, এই জেলারই করিমপুরের মহিষবাথানে ১১৩ ও ১১৪ নম্বর বুথে ভোটকক্ষের মধ্যে ঢুকে যায় রাজ্য পুলিশ। বিজেপির অভিযোগ পেয়ে বের করে দেওয়া হয় দুই পুলিশ কর্মীকে।
অন্যদিকে ডোমকলের ঘোড়ামারায় বিরোধী ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ সেই তৃণমূলেরই বিরুদ্ধে। অভিযোগ, টোটো করে যাওয়ার সময় আটকে দেওয়া ভোটারদের। তখন কেন্দ্রীয় বাহিনীর কাছে সাহায্য চান ভোটাররা। বাহিনী দেখে পালিয়ে যায় অভিযুক্তরা। একই ঘটনা ঘটে ডোমকলের রমনা বসন্তপুরেও। সেখানেও ভোটারদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ
জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ভোটারদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে কিছু ভোটারের উপর চড়াও হন বিজেপি প্রার্থী। এই নিয়ে চরম অশান্তি ছড়িয়ে পড়ে। এই নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বুথ চত্বরে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)