দ্বিতীয় দফা ভোটে দার্জিলিং(Darjeeling) লোকসভা কেন্দ্রেও একাধিক অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোট পর্ব শেষ লগ্নে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রাজু বিস্তা(Raju Bista)। অভিযোগ, ২৫ নং ওয়ার্ডে হিন্দি হাইস্কুলে ঢুকতেই রাজুর গাড়ি আটকে দেয় তৃণমূল কর্মীরা। এই ইস্যুতে বিজেপি কর্মীরা আক্রমণ চালায় তৃণমূলের উপর। এরপরই বিজেপি-তৃণমূল হাতাহাতি শুরু হয়ে যায়।
ফাঁসিদেওয়া বিধানসভার বিধাননগর-১ এলাকায় কেন্দ্রীয় বাহিনীরা ভোটারদের হেনস্থা করছে বলে অভিযোগ। বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। এদিন সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। চোপড়া বিধানসভায় তৃণমূলের গুণ্ডারা বন্দুক হাতে ঘুরছে। ভোটারদের বুথে আসার আগেই রুখে দিচ্ছে। ভোট দিতে আসতে না দিলে কেন্দ্রীয় বাহিনী কী করবে? সাংবাদিকদের সামনে এমনটাই অভিযোগ আনলেন রাজু বিস্তা। তবে চোপড়ায় এদিন সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।
অন্যদিকে, রায়গঞ্জে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের বিরুদ্ধে।