হাওড়ার এক বুথে অন্যরকম এক চিত্র ধরা পড়ল ক্যামেরায়

Loksabha Election 2024: মহিলা পরিচালিত বুথে ভোটারদের জন্য সুব্যবস্থা, ফ্যান থেকে হুইলচেয়ার, মা-শিশুদের জন্য আলাদা রুম

Bengal News Politics
Share this news

ঝামেল-অশান্তির মাঝে হাওড়ার এক বুথে অন্যরকম এক চিত্র ধরা পড়ল ক্যামেরায়। মহিলা পরিচালিত মডেল বুথ। যেখানে আনন্দ সহকারে ভোট দিতে দেখা গেল ভোটারদের।৬টি বুথ মিলিয়ে কয়েক হাজার ভোটার ভোট দিলেন ওই এলাকায়। তার মধ্যে কান্দুয়া মহাকালি হাইস্কুল এবার মহিলা পরিচালিত মডেল বুথ।

ওই বুথে মা-শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। বয়স্ক বা প্রতিবন্ধী ভোটারদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে।  গোটা ভোটকেন্দ্রের অনেকটা জায়গায় মাথার উপর ছাউনি, একাধিক ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তাই, এত গরমেও অস্বস্তি ভোগ করতে হয়নি ভোটারদের। মুখে হাসি সকল ভোটারদের মুখে। সব মিলিয়ে এই মডেল বুথে শান্তিপূর্ণভাবে এবং আরামে ভোট দিলেন ভোটাররা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *