পঞ্চম দফা ভোটে বাংলার ৭ কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হুগলি(Hooghly)। যেখানে দুই তারকা প্রার্থীর লড়াই ভোটের ময়দানে। দিনভর বিভিন্ন বুথে পরিদর্শন করতে দেখা গেল দুজনকেই। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী(BJP Candidate) লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) ও তৃণমূল প্রার্থী(TMC Candidate) রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee)। ভোটের অনেক আগে থেকে নানারকমভাবে চর্চায় রয়েছে এই কেন্দ্র। রচনা বন্দ্যোপাধ্যায়ের কালো ধোঁয়া মন্তব্য দিয়ে শুরু হয়েছিল নানারকম মিম। তারপর গরমে দই খাওয়া, আর তাঁর বিখ্যাত হাসি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে। অন্যদিকে হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিজেপির লড়াকু মহিলা মুখ। সব মিলিয়ে সোমবার দুই প্রার্থীর অবস্থা.. এ বলে আমার দেখ, ও বলে আমায় দেখ!
এদিন তৃণমূল এজেন্টে হিসাবে দাবি করা এক ব্যক্তিকে লিবারেল কার্ড না থাকায় রীতিমত ধমকে বের করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকদের সামনে একেবারে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘ এরা এজেন্ট নয়, চোর, তৃণমূলের চোর এজেন্ট এসছে’।
আবার শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিন চড়া তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পতাকা ছিড়ে ফেলা হয় ও অফিস ভেঙ্গে ফেলা হয়েছে। বলাগড়ে ১২৯ নং বুথে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস দেখিয়ে ভোট করানোর অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালের দিকে জেলাশাসকের সই জাল করে আশাকর্মীদের বসানো হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে, এমনটাই অভিযোগ তোলেন লকেট চট্টোপাধ্যায়। তার প্রতিক্রিয়ায় রচনা বলেন, সেরকম কিছু ঘটলে তৃণমূলের লোকেরা দেখছে, তাঁরা কেউ হাত গুটিয়ে বসে নেই।
এছাড়া, ধনিয়াখালির তৃণমূল বিধায়িকা অসীমা পত্রের বাড়ির সামনে মহিদপুর প্রাথমিক বিদ্যালয় লকেট চট্টোপাধ্যায়কে ‘চোর’ স্লোগান দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী সামনেই। কিন্তু তারপরও বাহিনীর কোনও পদক্ষেপ নজরে আসেনি বলে খবর।
সব মিলিয়ে দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই মিটল হুগলির ভোট। অতীতে বারবার বদলেছে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের পছন্দ। এবার কাকে দিদি নং ওয়ান করবেন তাঁরা, ৪ জুন মিলবে সেই উত্তর।
অন্যদিকে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। রবিবার এই কেন্দ্রের জাঙ্গিপাড়ায় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার জগৎবল্লভপুরের একটি স্কুলের বুথে সিআইএসএফ ভোটারদের ভয় দেখাচ্ছে প্রভাবিত করছে বলে অভিযোগ করলেন বিদায়ী সংসাদ তথা শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)