চলছে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ষষ্ঠ দফা ভোট। বাংলার ৮ কেন্দ্র- বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটালে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে অশান্তি অব্যাহত!
কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয় দুই ভোটারকে।পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর ১৫ নং বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে। ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা। অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরে ফের শুরু হয় এই হুমকি।
কাঁথিতে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ কাঁথির বিজপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর।
ভোটের কয়েক ঘণ্টা আগে মহিষাদলে কুপিয়ে ‘খুন’ তৃণমূল নেতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণে খুন বলে দাবি বিজেপির। ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মৃতের নাম উত্তম মাহাতো। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না মৃতের। মদের আসরে বচসার জেরে খুন বলেই জানিয়েছে পুলিশ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)