শেষ দফার ভোটে আক্রান্ত সংবাদমাধ্যম। দমদম লোকসভা ভোটের অন্তর্গত বনহুগলিতে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত টিভি ৯ বাংলার প্রতিনিধি।আজ বরানগর বিধানসভার উপনির্বাচনও রয়েছে। সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী এজেন্ট বনহুগলি হাইস্কুলে গিয়েছিলেন। কিন্তু বিজেপি-র এজেন্ট বুথে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই খবর করতে গিয়েছিল টিভি ৯ বাংলা।
জানা গিয়েছে, আচমকা বেশ কয়েকজন লোক সেখানে এসে টিভি ৯ বাংলার প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন যে কেন তাঁরা এখানে এসেছেন? পাশাপাশি কৌস্তভ বাগচীর সঙ্গেও কথা বলেন। আচমকাই কেন্দ্রীয় বাহিনী মারমুখী হয়ে ওঠে। ওই চ্যানেলের সাংবাদিক কমিশনের কার্ড নিয়ে ঢুকেছেন। বুথের বাইরেই আছেন। তারপরেও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান হেলমেট দিয়ে পেটায় সাংবাদিককে। ভেঙে দেওয়া হয় চ্যানেলর বুম। লাঠি উঁচিয়ে তেড়ে এলেন এক জওয়ান। ক্যামেরা দেখে ছোড়া হয় লাঠি। তবে চিত্র সাংবাদিক বিনোদ সিং কোনও ভাবে ক্যামেরা বাঁচাতে সক্ষম হন।এর আগে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আর এবার সংবাদমাধ্যম এইভাবে মারধর। ধিক্কার কেন্দ্রীয় বাহিনীকে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)