বারাসত(Barasat) লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা(Deganga)র একটি ভোটকেন্দ্রে ও মথুরাপুর(Mathurapur) লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের(kakdwip) একটি ভোটকেন্দ্রে ফের ভোটদানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Loksabha Election 2024, Re-poll: সোমবার রাজ্যের ২ আসনে পুনর্নির্বাচন, ধোপে টিকল না বিজেপির আর্জি

Bengal News Politics
Share this news

নির্বাচন কমিশন(Election Commssion) সূত্রে খবর, রাজ্যের দুই জায়গায় পুনর্নির্বাচন হবে। বারাসত(Barasat) লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা(Deganga)র ৬১ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে। কদম্বগাছি সরদার পাড়া FP স্কুলের ওই বুথে রিগিং হয়েছে বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে মথুরাপুর(Mathurapur) লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের(kakdwip) অন্তর্গত ২৬ নম্বর বুথ। সেখানে অধীর মহল প্রাইমারি স্কুলের বুথেও দেদার ছাপ্পা ভোট হওয়ায় ফের ভোটদানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুই জায়গায় প্রচুর ছাপ্পা হয়েছে বলে স্ক্রুটিনিতে ধরা পড়েছে বলে জানিয়েছে কমিশন। ৩ জুন, সোমবার ওই দুই বুথে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ যদিও রাজ্যে প্রায় ২৫০ বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু সে আর্জি একেবারেই কাজে এল না। মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Centra Force) এই রাজ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন আগে জানিয়েছিল ৬ই জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশকে কমিশন সংশোধন করে দিনের পরিবর্তন করেছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৯ শে জুন পর্যন্ত এই রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে। ভোট পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খবর নির্বাচন কমিশন সূত্রে।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *