শেষ দফার ভোটের দিন উত্তপ্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ দু’জন।এক জন বিজেপি কর্মীও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথের সামনে জড়ো হয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশে কটূক্তি করছিলেন কয়েক জন। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। তৃণমূল কর্মীরাও কটূক্তি করেন বলে পাল্টা অভিযোগ বিজেপির। তার জেরে বচসা, হাতাহাতি। ভোট বানচাল করার চেষ্টার অভিযোগ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর
অন্যদিকে বয়ারমারিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীদের একাংশ। রাজবাড়ি এলাকায় স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাজবাড়ি ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। অন্য দিকে, বয়ারমারিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরাও। তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তাঁরা। আরও দাবি করেছেন, কয়েক জনকে পুলিশ তাদের কর্মীদের তুলে নিয়ে গিয়েছে। তার প্রতিবাদেই অবরোধ করেন তাঁরা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)