ভোট হবে আর বাংলা শাান্ত থাকবে! এতো হতে পারে না। শুক্রবার বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই মিটল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। বাংলার তিন কেন্দ্রে ভোট ছিল এদিন।
তিন কেন্দ্র মিলিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ
দার্জিলিং-এ ভোট পড়েছে ৭১. ৪১ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ৭১.৮৭ শতাংশ। অন্যদিকে বালুরঘাটে ভোট পড়েছে ৭২.৮৪ শতাংশ। ঝামেলা, বিক্ষোভ, উত্তেজনা সবকিছু মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র। দিনের শেষে দেখা গেল সবথেকে বেশি ভোটদানের হার বালুরঘাটেই।