খড়গপুর গ্রামীণ কিসমত আঙুয়ায় বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন মেদিনীপুরের(Midnapur) বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল(Agnimitra Paul)। অন্যদিকে গাড়িতে অনুমতির হার্ড কপি লাগানো নেই বলে অগ্নিমিত্রার গাড়ি আটকাল পুলিশ। সাংবাদিকদের সামনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।বললেন, ‘যেতে দেবে ওর বাপ যেতে দেবে।’
ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে ঘিরে বিক্ষোভ। ঘাটালের ফতেপুর ৭০ নম্বর বুথে দেব সকালে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকজন স্থানীয় বাসিন্দা।তারা জানতে চান এতদিন না এসে ভোটের সময় কেন এসেছেন দেব।বুথে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে।যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরা দেবকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। কেমন ভোট হচ্ছে, কী বলছেন তৃণমূলের তারকা প্রার্থী
নন্দীগ্রামে তৃণমূলের ২ এজেন্টকে অপহরণের অভিযোগ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের।
ঝালদায় বুথ পরিদর্শনের সময় জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতে হামলা চালালো তৃণমূলের জাহাঙ্গীর বাহিনী।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)