লোকসভা নির্বাচন ২০২৪-এ তৃণমূলের জয়জয়কার বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যয়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বতেই আস্থা বাংলার মানুষের।

Loksabha Election Results 2024, West Bengal: লক্ষ্মী ভাণ্ডারেই তৃণমূলের জয়জয়কার

Bengal News Politics
Share this news

লোকসভা নির্বাচন ২০২৪(Loksabha Election Results 2024)-এ তৃণমূলের(TMC) জয়জয়কার বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যয়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বতেই আস্থা বাংলার মানুষের। মোদীর গ্যারান্টিতে ভরসা করলেন না বাংলার মানুষ। ২০১৯ সালে ২২টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারের ভোটে ২৯টি আসন পেল তৃণমূল। ২০২৪-এ ৭টি আসন আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, ব্যারাকপুর, হুগলি, মেদিনীপুর ও বাঁকুড়া ছিনিয়ে নিল বিজেপির থেকে। অন্যদিকে অধীর গড় বহরমপুরেও নিজের ঘাঁটি গড়ে ফেলল তৃণমূল। মাত্র ১২টি আসনে জয় পেল বিজেপি।

লক্ষ্মী ভাণ্ডারই ভরাল তৃণমূলের ভান্ডার । সন্দেশখালি ইস্যুও কাজে লাগাতে পারল না বিজেপি। ভোটের আগে ইডি, সিবিআই, এনআইএ-র দাপাদাপি কাজে এল না গেরুয়া শিবিরের। সর্বোপরি বাংলায় ২০টি জনসভা, রোড শো করেও বঙ্গবাসীর মন কাড়তে পারলেন না স্বয়ং নরেন্দ্র মোদীও। বরং আগের বারের থেকেও খারাপ ফল হল বিজপির। লকেট, দিলীপ, আহলুওয়ালিদের মতো বিজেপি সাংসদরা পরাজিত হলেন। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে কী লাভ হল বিজেপির? মেদিনীপুরে অগ্নিমিত্রা পল তো হেরেই গেলেন ওদিকে দিলীপ ঘোষও হেরে গেলেন। দুটো আসনই তৃণমূলের দখলে চলে গেল। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কথায় কথায় যে ভাইপোকে তুলোধনা করত, সেই ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশির ভোটে জয়লাভ করল। গণনার শেষে গোটা বাংলার চিত্রটা ঠিক কী উঠে এল।

দিকে দিকে সবুজ আবিরের ঝড়। গ্রিন বাংলা, তৃণমূল এভারগ্রিন, এমনটাই তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে শোনা যাচ্ছে। কাঁসর ঘণ্টা, শাঁখ বাজিয়ে কালীঘাটে উল্লাস তৃণমূল কর্মী-সমর্থকদের। ২০২৬ এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর ইচ্ছাপ্রকাশ করেছিল বিজেপির অনেকেই, এখন তা একেবারেই অধরা কিংবা দুঃস্বপ্ন বলা যায়। কারণ বাংলা নিজের মেয়েকেই চায়, আরও একবার প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *