বড় অঘটন ঘটে গেল অভিনেত্রী তথা মডেল মালাইকা অরোরার পরিবারে। মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অনিল আরোরা।

Malaika Arora: বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মালাইকা অরোরার বাবা! কেন এমন চরম পদক্ষেপ?

Entertainment News
Share this news

বড় অঘটন ঘটে গেল অভিনেত্রী তথা মডেল মালাইকা অরোরা(Malaika Arora)র পরিবারে। মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অনিল আরোরা(Anil Arora)।কেন এমন চরম পদক্ষেপ নিলেন মালাইকার বাবা, সেটাই এখন বড় প্রশ্ন।

যদিও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি মালাইকা বা তাঁর বোন অমৃতা অরোরা(Amrita Arora)। তবে ঘটনার সময় পুণেয় ছিলেন মালাইকা।ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই অভিনেত্রীর মা জয়েসের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। 

নৌসেনায় কর্মরত ছিলেন অনিল অরোরা।বহু বছর আগেই অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যদিও বেশ কয়েক বছর আগে ফের তাঁরা একত্রে থাকতে শুরু করেছিলেন। দুই মেয়ে বলিউডের পরিচিত মুখ হলেও নিজে কখনও প্রকাশ্যে আসার চেষ্টা করেননি অনিল অরোরা।

সূত্রের খবর, বুধবার সকালের দিকে খবর পাওয়া যায়। অভিনেত্রীর বাড়িতে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান।  অর্জুন কাপুরও গিয়েছিলেন তাঁর বাড়িতে।

এছাড়াও বলিউডের অনেকেই যান মালাইকার বাড়িতে। এমনকি ঘটল যে চরম পদক্ষেপ নিয়ে নিলেন অনিল অরোরা। ঘটনায় শোকের পাশাপাশি উদ্বেগ গোটা পরিবারে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁর মরদেহ। ময়নাতদন্তের রিপোর্টে হাতে আসলে কিছুটা পরিষ্কার হবে বিষয়টি।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *