ভারতীয় টেবিল টেনিসে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা

Manika Batra: প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে নজির গড়লেন মণিকা বাত্রা!

International News Sports
Share this news

ভারতীয় টেবিল টেনিসে ইতিহাস গড়লেন মণিকা বাত্রা(Manika Batra)। মহিলাদের সিঙ্গলসে বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বরে উঠে এসেছেন এই খেলোয়াড়। এই প্রথম ভারতের কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সিঙ্গলস ক্রমতালিকায় বিশ্বের মধ্যে প্রথম ২৫ জনের মধ্যে নিজের জায়গা করে নিলেন।

আগের বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে ৩৯ নম্বরে ছিলেন মণিকা।সেখান থেকে এক লাফে ১৫ ধাপ এগিয়ে এসে একেবারে নজির গড়লেন তিনি। দেশের মধ্যে এক নম্বর হওয়ার পাশাপাশি বিশ্বের প্রথম ২৫ জনের মধ্যে নিজের জায়গা করে নিলেন তিনি।

মহিলাদের সিঙ্গলসে মণিকা ভারতে প্রথম হলেও পুরুষদের সিঙ্গলসে আগেই এই কৃতিত্ব অর্জন করেছেন সাথিয়ান গুণশেখরন। তিনি ২০১৯ সালে বিশ্ব ক্রমতালিকায় ২৪ নম্বরে উঠে এসেছিলেন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে সাথিয়ান-ই প্রথম সিঙ্গলসের বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। মণিকা ভারতের দ্বিতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন।

গত সপ্তাহে সৌদি আরবে একটি প্রতিযোগিতায় বিশ্বের দু’নম্বর চিনের ওয়াং ম্যানউকে হারিয়েছিলেন মণিকা। একই প্রতিযোগিতায় বিশ্বের ১৪ নম্বর নিনা মিত্তলহামকেও হারান তিনি। সেই সাফল্যের সুবাদেই বিশ্বের প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন মণিকা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *