লোকসভা নির্বাচন চলাকালীন রক্ত ঝড়ল মণিপুরে (Manipur)। উত্তর-পূর্বা্ঞ্চলের এই বিজেপি শাসিত রাজ্যে যে হিংসা কিছুতেই থামছে না তার নমুনা আবার এই জঙ্গি হামলা। ভোটে একরকম হিংসাত্মক পরিবেশ ছিল মণিপুরে। সেই রেশ কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে হামলা চালানো হয়।মণিপুরের বিষ্ণুপুরে নারানসেনা এলাকার সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপর হামলা চালায় কুকি জঙ্গিরা। সংঘর্ষে নিহত হয়েছে দুই সিআরপিএফ (CRFC) জওয়ান। আরও ২ জওয়ান আহত হয়েছেন।
মাঝরাতে সেনা ও দুষ্কৃতীর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বিস্ফোরণে ৪ জন আহত হয়। দু-জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই দুই জওয়ানের। বাকি আহত ২ জন জওয়ান চিকিৎসাধীন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই এলাকায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। (ছবির সত্যতা যাচাই করেনি newsai24x7)