‘ভাইপো পুলিশের গালে সপাটে চর’ কেন বললেন মন্ত্রী সুকান্ত মজুমদার

Bengal News
Share this news

ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। সেই অভিযানে বিজেপি মহিলা কর্মীদের ডায়মন্ড হারবার পুলিশের গ্রেফতারি ও তাদের উপর অত্যাচার নিয়ে বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মহাষষ্ঠীর সকালে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেই ঘটনা নিয়ে তিনি বলেন, ‘২৭শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছিল। সেই নবান্ন অভিযানে সাধারণ মানুষ এমনকি বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিল। সেখানে কোন এক মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন। আমরা সেই মন্তব্যের বিরুদ্ধে বলি এই ধরনের মন্তব্য করা উচিত নয়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে মহিলা মন্তব্য করেছেন তার সঙ্গে আশেপাশে মহিলাদের গ্রেফতার করে ডায়মন্ড হারবারের পুলিশ এবং অকথ্য অত্যাচার করে। পুলিশি হেফাজতে এই ধরনের অত্যাচার করা যায় না। বাধ্য হয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই রিট পিটিশন করা হয়। গতকাল হাইকোর্টের বিচারক রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন। সেখানে বলা হয় দুই জন মহিলা রমা এবং রেবেকার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবেন না। এরপরে নির্দেশনামার ২৪ নং প্যারা তুলে ধরে বলেন, যে সমস্ত পুলিশ অফিসাররা এই অত্যাচার করেছেন তাদেরকে সিবিআই চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। এই নির্দেশ ভাইপো পুলিশের গালে সপাটে চর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *