এবার দক্ষিণবঙ্গে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুক্রবার বিকেলের পর থেকে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু।

Monsoon Wind,Rainfall: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, স্বস্তির বৃষ্টি মহানগরে

Bengal News Weather
Share this news

আষাঢ় মাসের মাঝামাঝি হতে চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টি(rain)র ঘাটতি। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় মানুষ। তবে এবার দক্ষিণবঙ্গে(South Bengal) স্বস্তির খবর দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুক্রবার বিকেলের পর থেকে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু(Monsoon Wind)। ভারী বর্ষার(Heavy Rainfall) অনুকূল পরিবেশ তৈরি হবে। আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। তারপর আগামী শনিবার থেকে তিন চার দিনে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু,অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের প্রতিটি জেলার প্রায় সমস্ত অঞ্চলই বৃষ্টি হবে। তার আগে শুক্রবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণের জেলায় জেলায়। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গজুড়ে চলবে বৃষ্টি। প্রায় সব জেলার বেশিরভাগ অংশেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিছু জায়গায় তো ভারী বৃষ্টিও হতে পারে।

শহর কলকাতায় সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। দুপুরের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতার বিভিন্ন জায়গায়। অবশেষে স্বস্তির বৃষ্টিতে বর্ষার আমেজ উপভোগ করছে শহরবাসী। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *