দুনিয়াতে সবচেয়ে সস্তা যে জিনিসটি সেটি হল উপদেশ। একজনের কাছে চাইলে এক হাজার জন দিতে রাজি হয়ে যাবে। আর দুনিয়াতে মূল্যবান যে জিনিসটি সেটি হল উপকার। এটি এক হাজারজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যায়।
এটাই এই দুনিয়ার কঠিন সত্য। আপনি যতই ভালো বা সৎ হন না কেন, দুনিয়া আপনার শুধু একটা ভুলের অপেক্ষায় থাকে। তাই কোনও একটি কাজে আপনি ১০০ শতাংশ দেওয়ার পরও, কেউ যদি আপনার কাজে খুঁত বের করে, তাহলে নিরাশ হয়ে থেমে যাবেন না। কারণ, তারা চায় আপনি থেমে যান। নিজেকে কখনও ছোট মনে করবেন না, ঠিক তেমনই নিজেকে সবকিছুও মনে করবেন না। শুধু এটাই ভাববেন, আপনার মধ্যে এমন কিছু না কিছু আছে যা দিয়ে আপনি পৃথিবীর সবকিছু করতে পারবেন। শুধু ভালো কথা নয়, কটূ কথা শোনারও অভ্যাস তৈরি করুন। পরিস্থিতি যাই হোক নিজেকে সামলানোর অভ্যাস রাখুন। কারণ, জগতে নেগেটিভ চিন্তাধারার মানুষের অভাব নেই।
বড় স্বপ্ন দেখে ওপরে ওঠার চেষ্টা করুন। কারণ, আপনাকে টেনে নীচে নামানোর মানুষের অভাব নেই। কারোর কাছ থেকে আঘাত খাওয়ার পর একটি কথা মাথায় রাখবেন, সম্পর্ক সকলের সঙ্গে তৈরি করুন, কিন্তু সাহায্যের আশা কারোর কাছে করবেন না। কখনও কখনও কোনও মানুষ আপনাকে যদি জিজ্ঞাসা করে, যে আপনি কী করেন! তখন বুঝে নেবেন নিশ্চয় তিনি তুলনা করছে আপনি তার থেকে ছোট না বড়! জীবনে এগিয়ে যাওয়ার জন্য যখন কোনও সঠিক রাস্তা খুঁজে পাবেন না, তখন তাড়াতাড়ি নয়, বরং ধীরে ধীরে এগিয়ে চলুন, সঠিক দিশার খোঁজে। আপনি ভাবছেন আমি একা, কী করে এসব করবো। সেই সময় সূর্যকে দেখুন, সে কিন্তু একাই গোটা বিশ্বকে আলোকিত করছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, একহাতে কর্ম আর একহাতে সময়কে নিয়ে জীবনে এগিয়ে চলুন।