Motivation: আর অজুহাত নয়!

Blog
Share this news

অরিজিৎ হালদার: অজুহাত (Excuse) খুঁজে বের করা খুব সহজ বিষয়। আমি এই কারণের জন্য এটা করতে পারিনি, আমি ওই কারনের জন্য ওটা করতে পারিনি, আমার কাছে এই জিনিসটা থাকলে আমি এটা করতে পারতাম। আমার কাছে ওই জিনিসটা থাকলে আমি অবশ্যই জয়ী হতে পারতাম। এগুলো বলা, খুবই সহজ। অজুহাত খুঁজে বের করার জন্য, জীবন (Life) কখনও বদলাবে না।

অজুহাত দেখাবার জন্য, জীবন আরও একধাপ এগিয়ে যাবে না। আমার পরিবারের অবস্থা ভালো নয়, আমার ফিনান্সিয়াল (Financial) সাপোর্ট নেই, আমার কোনওরকম ট্যালেন্ট নেই, এই সবগুলো বলে নিজেই নিজের সঙ্গে চালাকি করো না। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে সাধারণ জীবন যাপনই করতে হবে এরকম ভাবনা চিন্তা করে, নিজেই নিজেকে বোকা বানিও না। কারণ যে কোনও বড় কিছু করে দেখানোর শক্তি তোমার মধ্যেই আছে।

তোমার আশে পাশে ঘুরে বেড়ানো সফল মানুষদের দেখে, যখন মনে হয়, এরা কত সুন্দর জীবন উপভোগ করছে, আর আমার জীবনটা কী? তোমার এই ধরনের চিন্তা, তোমার জীবন বদলে দেবে না, এমন সময়ে অজুহাতকে দূরে সরিয়ে উদ্যোগী হয়ে উঠতে হবে। জীবনে উন্নতির বড় উদ্যোগ নিয়ে নেমে পড়তে হবে।

কারন এই সময়টা তোমার বসে বসে সময় কাটোনোর সময় না, এই সময় তোমার হতাশ হয়ে যাওয়ার সময় না, এই সময়টা শুধু তোমার স্বপ্নের পিছোনে ছোটার সময়। এই সময় তোমার শুধু কষ্ট করার সময়। এই সময় তোমাকে ঘাম ঝড়িয়ে তোমার সব স্বপ্নগুলোকে সত্যি করার সময়। কারণ এটা একমাত্র তোমার সময়, এটা তোমার জেতার সময়।

তোমার পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে, তবে তা বড় কারণ নয়। এমন অনেক মানুষ আছে য়ারা এই সব প্রতিকূলতাকে জয় করে এগিয়ে এসেছে, সমাজে নিজের জায়গা তৈরি করেছে। তাই তোমার জীবনে যত কষ্ট, যত সমস্যা থাকুক, সেগুলিকে পার করে, একদিন জিততে পারব আমি, এই বিশ্বাসটা আর্জন করতে হবে। এগিয়ে যেতে হবে।

তুমি আজ থেকে মনে করো তুমি একজন নতুন মানুষ, তুমি আজ থেকে সাধারণ নও, একজন অসাধারণ মানুষ। তোমার স্বপ্ন অসাধারণ, তোমার ভাবনা আসাধরণ, তোমার মানসিকতা অসাধারণ, তোমার করা প্রত্যেকটি কাজ অসাধারণ, তাই তোমার আগামী দিনও আসাধারণ ও উন্নত হবেই। এই পোস্ট কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করে আপনার বন্ধুদের প্রেরণা জোগান। আর পড়তে থাকুন NewsAI24x7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *