তন্দ্রা মুখার্জী: “নগর পুড়লে দেবালয় বাঁচেনা”। প্রবাদটি আজ বড়ই মনে পড়ছে। রাজনীতির ঘোলা জল এখন জলাশয় উপচে নগর ভাসিয়ে দিতে চাইছে। বাংলার রাজভবন বনাম রাজ্যসরকারের এক অশ্লীল কুরুচিকর কাজিয়াই এর উপস্থিত কারণ। রাজ্যপাল রাজ্য পুলিশের শাসনের আওতার বাইরে। তিনি আবার নিজেকে নির্দোষ ঘোষণার সঙ্গে, প্রমাণ দেওয়ার ও তাঁর কর্মচারীদের বয়ান গ্রহণেরও বিপক্ষে। অতএব ফয়সালা কার হাতে – দেবতা জানলেও তুচ্ছ বঙ্গবাসীগণ এখনও জেনে উঠতে পারেনি। এহেনকালে খুব মনে পড়ছে; অদূর অতীতের কলকাতা উচ্চ আদালতের ‘ঈশ্বর’ তুল্য এক মাননীয় বিচারপতির প্রসঙ্গ। তিনি রাজনৈতিক কারণে পদত্যাগ না করলে: হয়তোবা অভাগা রাজ্যবাসী কিচুমিচু আলোকপ্রাপ্ত হতে পারতো – তাঁর মুখনিঃসৃত বাণী দ্বারা!