একজন সাধারণ মেয়ে যখন নিজের প্রচেষ্টা ও প্রতিভায় অসাধারণ হয়ে ওঠে, তখন সেই মেয়ে দুনিয়াকে চমকে দিতে পারে। ৭৭ তম কান ফিল্ম ফ্যাস্টিভ্যালে(Cannes Film Festival 2024) এই মুহুর্তে হটকেক হলেন ডিজাইনার (Designer) ও ফ্যাশন ইনফ্লুয়েন্সর(Fashion Influencer) ন্যান্সী ত্যাগী(Nancy Tyagi) । যাঁর ফ্যাশনেবল পোশাক ও ডিজাইন রীতিমতো সাড়া ফেলেছে।
৭৭তম কান ফেস্টিভ্যালে এই প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল ন্যান্সি ত্যাগীকে। রেড কার্পেটে তাঁর আত্মপ্রকাশ তাক লাগিয়ে দিয়েছে সকলকে। প্রথম দিন নিজের বানানো এক গোলাপী রঙের তুলতুলে গাউন( fluffy pink gown) পরে কানের উৎসবে রাজকুমারীর সাজে ধরা দেন ন্যান্সি। এই ড্রেসটি বানাতে তাঁর ৩০ দিন সময় লেগেছে। ১০০০ মিটারের ফেব্রিক ডিজাইন করা গাউন, যার ওজন ২০ কেজি। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য নিজেই শেয়ার করেছেন তিনি।
ত্যাগীর দ্বিতীয় পোশাকেও সকলের চোখ ধাঁধিয়ে গিয়েছে কানের অনুষ্ঠানে। অভিনব ডিজাইনের এক শাড়িতে তাঁকে দেখা যায়। তিনি সেই পোশাকের এক ভিডিও শেয়ার করে লিখেছেন সেই পোশাক কীভাবে বানিয়েছেন তিনি।ভিডিওটিতে দেখা গিয়েছে ত্যাগী একটি সাধারণ দোকান থেকে প্রচুর স্টোন ,পুঁতি লাগানো ল্যাভেন্ডার রঙের কাপড় কিনে আনেন। সেটাকে এক দুর্দান্ত ডি়জাইনের শাড়ি বানিয়ে ফেলেন। শাড়ির সঙ্গে একটি মাথার ঘোমটা টাইপ অংশও রয়েছে।
তৃতীয় দিনে কালো রঙের আউটফিটে আরেক চমক দিলেন ন্যান্সি। এটিও তাঁর সম্পূর্ণ নিজের বানানো। এই পোশাকেও তাঁকে খুবই গ্ল্যামারাস লেগেছে।
উত্তর প্রদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ন্যান্সি ত্যাগী। ন্যান্সির মা শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। প্রাথমিকভাবে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার অভিপ্রায়ে তিনি দিল্লিতে এসেছিলেন। সেখানেই ফ্যাশনের প্রতি তার আবেগ প্রকাশ করেছিলেন। তারপর থেকে তিনি নানারকম ফ্যাশানেবল পোশাক বানিয়ে নিজেই ডিজাইন করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেন। এইভাবে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে তাঁর ফ্যান-ফোলোয়ার ২ মিলিয়ান ছাড়িয়ে গিয়েছে।
ফ্যাশন এবং ডিজাইন নিয়ে তাঁর চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ কান চলচ্চিত্র উৎসবকে একেবারে মাতিয়ে দিয়েছে।ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন ন্যান্সি।উল্লেখ্য, কানের মঞ্চে দাঁড়িয়েও ন্যান্সি ইংরাজিতে নয়, দেশের রাষ্ট্রীয় ভাষা হিন্দীতেই কথা বলেছেন এই ফ্যাশন ইনফ্লুয়েন্সর।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)