যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Narendra Modi: যে ইস্যুতে ব্যাকফুটে রাজ্যের শাসকদল, সেই ইস্যুতেই বাজিমাত করার পরিকল্পনা! যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস মোদীর

Bengal News Politics
Share this news

শুক্রবার বর্ধমানের জনসভা থেকে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) । সেই সঙ্গে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন তিনি।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে।তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘’চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাঁরা কী সমস্যায় আছেন তা বুঝতে পারছি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে। যারা সত্যিই শিক্ষকের এই চাকরির অধিকারী। কিন্তু বাকিদের পাপের কারণে নির্দোষরা সমস্যায় পড়ছেন। চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে লিগাল সেল গড়ে তাদের আইনি সহায়তা করবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা। যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের সহায়তা দেবে বিজেপি। ন্যায় বিচারের জন্য তাঁদের পাশে থাকবে বিজেপি।”

চতুর্থ দফা ভোটের আগে উত্তম দাওয়াই প্রধানমন্ত্রীর। যে ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসকদল, সেই ইস্যুতেই বাজিমাত করার পরিকল্পনা নমোর। যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে ভোটের মাঝে বাংলায় বিজেপির জায়গা আরও মজবুত করার চেষ্টা নরেন্দ্র মোদীর, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *