ফের বঙ্গে নরেন্দ্র মোদী

Narendra Modi: বারণসী কেন্দ্র থেকে ১৪ মে মনোনয়ন পেশ প্রধানমন্ত্রীর

National News Politics
Share this news

উত্তরপ্রদেশের বারাণসী(Varanasi) লোকসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী(Narendra Modi)।এই নিয়ে পর পর তিনবার এই কেন্দ্র থেকে প্রার্থী হলেন মোদী। ১০ বছর আগে ২০১৪ সালে তিনি এই কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন পেশ করেছিলেন প্রথম। সেই বছরই তিনি প্রধানমন্ত্রী পদে বসেন তিনি।

এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদী বিজেপির তরফে বারাণসী কেন্দ্র থেকেই মনোনয়ন পেশ করতে চলেছেন আগামী ১৪ মে, অর্থা চতুর্থ দফা ভোটের পরের দিন।

সেই দিন শাস্ত্র মতে গঙ্গার আবির্ভাবের তিথি অর্থাৎ গঙ্গা সপ্তমী তিথি। সূত্রের খবর, বারাণসীতে মনোনয়ন জমা দিয়ে মেগা রোড শো করবেন মোদী। উল্লেখ্য, ১লা জুন শেষ দফা ভোটে দিন বারাণসীতে ভোটগ্রহণ।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *