স্ট্রংরুমে ইভিএম-এ কারচুপির অভিযোগ রুখতে এবার অভিনব পন্থা নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন ঠিক করেছে এবার থেকে স্ট্রংরুমের বাইরে যেকোনো রাজনৈতিক দল শিবির করে বসে থেকে নজর রাখতে পারবে স্ট্রং রুমের দিকে। সেখানকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভেতরে কোন কারচুপি হচ্ছে কিনা জানতে পারবে রাজনৈতিক দলের কর্মীরা। প্রতিটি স্ট্রং রুমের বাইরে এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন শিফটে তাঁদের ডিউটি দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রতিদিন সকালে ও বিকেলে নিয়ম করে রিটার্নিং অফিসারকে স্ট্রংরুমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট লিখে রেখে আসতে হবে সেখানে রাখা খাতায়। যদি কোন প্রার্থী স্ট্রং রুমের অবস্থা দেখতে চান তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে হবে। সঙ্গে জলের বোতল মোবাইলসহ অন্যান্য কিছুই রাখা চলবে না শুধুমাত্র সাদা কাগজ এবং পেন নিয়ে প্রার্থী যেতে পারেন স্ট্রংরুমের সামনে। সেখানে রাখা খাতায় তাঁর নিজের নাম ফোন নাম্বার ঠিকানা সহ যাবতীয় তথ্য লিখতে হবে প্রার্থীকেও।